তেঁতুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫ ঘর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/tetulia_fire_pic.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নয়টি পরিবারের ২৫টি ঘর। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আসবাবপত্র, নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর।
আজ দুপুরে রান্নাঘরের বৈদ্যুতিক তার থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর আগুন ছড়িয়ে পড়লে সাত পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুটি পরিবারের আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ঘরে মজুদ করা খাদ্যশস্যও পুড়ে গেছে। পরে স্থানীয়রাসহ তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ওই ওয়ার্ডের মেম্বার মো. আবুল কালাম বলেন, যখনি শুনি আমার এলাকায় আগুন লেগেছে— সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। সমাজের বৃত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ১২টা ৪৮ মিনিটে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনা স্থলে যাই, দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে, ৪০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।