ভৈরবে দুই জুতার কারখানা আগুনে পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরবে শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দুটি পিও জুতার কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার উসমান মোল্লা মার্কেটে এই ভয়াবহ দুর্ঘটনায় ঈগল পিও ফুটওয়্যার ও চেঞ্জ পিও ফুটওয়্যার নামের দুটি বড় কারখানার সকল যন্ত্রাংশ ও মালামাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেঞ্জ পিও ফুটওয়্যারের ভেতরে আগুনের শিখা দেখতে পেয়ে তারা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে কারখানার ভেতরে প্রবেশ করতে না পারায় সফল হননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং আশুগঞ্জের একটি ইউনিট এসে পিছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। আগুন ইতোমধ্যে ঈগল পিও ফুটওয়্যারে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের তীব্রতায় কারখানা দুটির সামনে থাকা ১০টি দোকানের জুতাসহ অন্যান্য মালামাল পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, দুর্ঘটনার কারণে দুটি কারখানার ৪০০ কারিগর বেকার হয়ে পড়েছেন। সরকার সহায়তা না দিলে তাদের পরিবারগুলো কর্মহীনতা ও অর্থনৈতিক সংকটে পড়বে।
ভৈরব উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।