নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/nasa_group.jpg)
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে পৃথক দুই হত্যা মামলায় ১০ দিন রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে হাজির করে ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অপরদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
ধানমণ্ডি থানার মামলা থেকে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমণ্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে আহত হন শামীম। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে পরের দিন ৬ আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানায় গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।