হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

ঢাকার খিলগাঁও এলাকায় রনি খান নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত ২৮ আগস্ট আসামি নজরুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) শুনানির দিন ধার্য করেন। শুনানির সময় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামকে হাজির করে পুলিশ। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
গত বছরের ২ অক্টোবর ঢাকার গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।