মাগুরায় মাঠ থেকে বস্তাবন্দি যুবককে জীবিত উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/magura.jpg)
মাগুরায় বস্তাবন্দি এক যুবককে জীবিত উদ্ধার করেছে গ্রাম পুলিশ। ওই যুবকের নাম জহির শেখ (৩০)। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের একটি মাঠ থেকে জহিরকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দীঘা ইউনিয়নের গ্রাম পুলিশ নান্নু আলী বলেন, এক যুবককে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বস্তাবন্দি অবস্থায় তার মুখ বাঁধা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশকে মোবাইলফোনে খবর দেই। এরপর ওই যুবককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান বলেন, উদ্ধার হওয়া যুবক জহিরের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। তিনি এখন খুবই ভীতসন্ত্রস্ত। তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগী যুবক জহির শেখ বলেন, তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে। মাগুরা সদরে জেলখানার পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি। বাবার নাম ছদর উদ্দিন শেখ। তিনি ফুচকার ব্যবসা করেন। বিয়ে করেছেন তিন বছর আগে। স্ত্রীর পালিত বাবা লুৎফর রহমান প্রায়ই তার অনুমতি ছাড়া তার স্ত্রীকে বাসা থেকে নিয়ে যান। তিনি এ নিয়ে আদালতে মামলাও করেছেন। পুলিশ সুপারের কাছেও অভিযোগ দিয়েছেন।
জহির শেখ আরও বলেন, গতকাল বুধবার শ্বশুরের (স্ত্রীর পালিত বাবা) কথায় স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়ি মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে যান তিনি। পরে তাকে নাস্তা দেওয়া হয়। নাস্তা খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে। পরে শ্বশুর এসে তার গলায় ওড়না পেঁচায়, হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে। এরপর তাকে বস্তায় ভরে পানিতি ফেলার কথাও শুনতে পান তিনি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, উদ্ধার হওয়া যুবকের চিকিৎসা চলছে। পুলিশ সেখানে আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।