আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন : রিজভী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/rijbhii4.jpg)
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৭ বছর জনগণ ভোটে দিতে পারেনি। অন্তবর্তী সরকারকে এই ভোটের জন্য ব্যবস্থা করতে হবে। এটা বড় ধরনের কাজ, এটা তাদের করে দেখাতে হবে। একটা বিতর্ক নিয়ে আসছে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে সংসদ নির্বাচন, কেন? কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এটা তো জনগণ ঠিক করবে। একটা তো কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সেই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া। তাই আগে জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন।
আজ শুক্রবার (১৪ ফেরুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে রিজভী এসব কথা বলেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এ দোয়ার আয়োজন করে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বলছে জনগণের মাধ্যমে রাজনৈতিকভাবে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এর মূলে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যত ধরনের নির্বাচন আছে তারা করবে। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এই বির্তকটা নিয়েেআসা, এটাই তো বিরাজনীতিকরণ। মাথা আগে থাকে নাকি লেজ আগে থাকে? চালিকা শক্তি কোনটা এটাতো আগে ঠিক করতে হবে। চালিকা শক্তি হচ্ছে মাথা। মাথা ঠিক থাকলে হাত-পা সবাই ঠিক থাকবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতাবান হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা জনগণ দেখবে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এলে তারা সুষ্ঠু নির্বাচন দেবে কিনা এই শঙ্কা ছড়িয়ে দেওয়া এটাই তো বিরাজনীতিকরণ।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন তাহলে চরমপন্থার উৎত্থান হবে। ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত। তাকে বলব, আপনি রাজনৈতিক শক্তি ক্ষমতায়িত করুণ। তারাই গণতান্ত্রিকভাবে স্থানীয় সরকার নির্বাচন দেবে। যে সংস্কারের কথা বলছেন, এগুলো করে আগে জাতীয় নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যাতে জনগণের আস্থা অর্জন করতে পারে সেই সুযোগ দিন।
রুহুল কবির রিজভী বলেন, জাতি অনেক রক্ত দিয়ে তাদের স্বাধীনতা পেয়েছে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সুতরাং জাতির এই যে অর্জন যেন বৃথা না যায়। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে যেন জাতির এই অর্জন জলাঞ্জলি না যায়। এ দিকটা আমাদের অবশ্যই দেখতে হবে। যা মানুষের জন্য কল্যাণকর আমাদের সেটাই গ্রহণ করতে হবে।