গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে : আমিনুল হক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/aaminul_hk.jpg)
বাংলাদেশে আওয়ামী লীগ ও স্বৈরাচারের প্রেতাত্মারা সবাই এখন বিএনপি হয়ে গেছে বলে মন্তব্য করে জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।
আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মারা যারা রয়েছে সবাই এখন বিএনপি হয়ে গেছে। নব্য বিএনপি আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এ ধরনের কাউকে প্রশ্রয় ও সুযোগ দেওয়া যাবে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে টেনে তুলে নতুনভাবে জাগরণ তৈরির প্রয়াস হাতে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনও কোনো দলীয়করণ রাজনীতিকরণ করা হবে না। যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে সেই যুবসমাজকে মাদক থেকে মুক্ত করার জন্য ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের খেলাধুলা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সারা বছরব্যাপী ক্যালেন্ডারের মধ্যে রাখতে চাই। আমরা একটা সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা অন্যতম একটি মাধ্যম। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটা সুন্দর ও গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে পারব।
রাজশাহীর আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ প্রতিযোগী ছয়টি দলের খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।