বলাকা ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড
নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে পূর্বধলার জারিয়া বালুকাটা ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনার চার ঘণ্টা পর জারিয়া-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, পূর্বধলা থেকে ছেড়ে আসা বলাকা কমিউনিটি ট্রেন জারিয়া স্টেশনে যাওয়ার আগে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় চালক ট্রেনটি থামায়। যাত্রীরা তাড়াহুড়া করে ট্রেন থেকে নেমে যায়। এই ঘটনায় কেউ আহত হয়নি।
পূর্বধলা স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝঞ্জালগামী ৫০নং ডাউন বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনটি আগুন ধরে বিকল হয়ে যায়। লাইনের ওপরই দাঁড়িয়ে ছিল ট্রেনটি। সাময়িকভাবে জারিয়া থেকে ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহ থেকে বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে শ্যামগঞ্জ বাজারিয়া স্টেশনে নেয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস আসে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেলে বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাবিক হয়।