ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার আজ

বিএনপি লোগো। ফাইল ছবি
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বিএনপি।
আজ রোববার (২ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ দুপুর ২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর শেরেবাংলা নগর থানা বিএনপি'র কর্মীসভা ও ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক বিষয়টি জানিয়েছেন।