ছাত্রলীগনেতার সাজানো মামলা থেকে অব্যাহতি পেলেন দুই সাংবাদিক

সাভারে সাংবাদিকদের ওপর হামলার পর উল্টো নিষিদ্ধ ছাত্রলীগনেতার সাজানো মামলায় দিনের পর দিন হয়রানি শেষে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন দুই সাংবাদিক। আজ রোববার (২ মার্চ) দুপুরে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ইসরাত জাহান মুন্নি মামলা থেকে দুই সাংবাদিককে অব্যহতির আদেশ দেন।
খালাস পাওয়া দুজন হলেন—দৈনিক তৃতীয় মাত্রার প্রতিবেদক সোহেল রানা ও সাংবাদিক জাহিন রিয়াজ (জাহিন সিংহ)।
লিগ্যাল সলিউশন চেম্বারের হেড ও সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মামলায় বিবাদীদের পক্ষে শুনানি করেছেন। তিনি বলেন, ‘সাভার উপজেলা পরিষদ চত্বরে ২০২২ সালের ১৪ আগস্ট প্রকাশ্যে অতর্কিত হামলা চালানো হয় সাংবাদিকদের ওপর।’
সংবাদ প্রকাশের জের ধরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা সামিউল আলম শামীম ওরফে এস এ শামীমের নির্দেশনায় ভাড়াটে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন সাংবাদিক সোহেল রানা।
সাংবাদিক সোহেল রানা বলেন, ‘আমি একটি ফটোকপির দোকানে বসে ছিলাম। এ সময় মহসিন বাবু ওরফে টয়লেট বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। পরে একজন হাতুড়ি দিয়ে আমার ঘাড়ে আঘাত করে। এ সময় এক হামলাকারী ছুরি বের করেন। জীবন বাঁচাতে আমি দৌড়ে উপজেলা পরিষদ ভবনে আশ্রয় নেই। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে।’
রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিক সোহেল রানা বলেন, আমরা এ রায়ে খুশি। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারে তাদের কলমকে থামাতে আইনের অপব্যবহার করে আদালতে এই মামলাটি করা হয়। ফ্যাসিস্ট সরকারের চাপে কোনো ধরনের দালিলিক প্রমাণ ছাড়াই শুধু অনুমানের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এক তরফা রিপোর্ট দেন। শুধু সংবাদ প্রকাশের কারণেই দুই সাংবাদিককে জড়িয়ে মামলা দেওয়া হয়েছিল। শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ দুজনকে অব্যহতি দেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়ের খবর জানাজানি হওয়ার পর থেকে সাংবাদিকরা সাভারে মিষ্টি বিতরণ করেন।