মেয়ের বাড়ি থেকে চুরি হওয়া গরুসহ ট্রাক থামাতে গিয়ে বাবা নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় চুরি হওয়া গরুসহ ট্রাক থামাতে গিয়ে ট্রাকটির ধাক্কায় সবুর উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবুর উদ্দিনের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয় মানিকগঞ্জের দৌলতপুরের ধামসোর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে। মঙ্গলবার রাতে মেয়ের শ্বশুরবাড়ি ঘড়িয়ালা থেকে দুটি গরু চুরি হয়। পরে মেয়ে নার্গিস আক্তার তার বাবাকে ফোন করে বলেন, চুরি হওয়া গরু ট্রাকে করে দৌলতপুর হয়ে সাটুরিয়া তিল্লির দিকে যাচ্ছে। খবর শুনে সবুর উদ্দিন তার ছোট ভাই শওকত আলীকে নিয়ে বসতবাড়ির সামনের সড়কে কয়েকটি বাঁশ ফেলে রাস্তা আটকানোর চেষ্টা করেন, যাতে চুরি যাওয়া গরু বহনকারী ট্রাকটি থামানো যায়। তবে ড্রাইভার ট্রাকটি না থামিয়ে সামনের দিকে এগিয়ে গেলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সবুর উদ্দিন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।