রমজান উপলক্ষে সুলভ মূল্যে ডিম-মাংস বিক্রি

ময়মনসিংহে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রি। ছবি : এনটিভি
ময়মনসিংহে পবিত্র মাহে রমজানে আমিষের চাহিদা মেটাতে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবেন। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বুধবার এক হাজার কেজি মাংস ও ১০ হাজার পিস ডিম বিক্রি করা হবে। রমজান মাসজুড়ে এই কার্যক্রম থাকবে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।