ময়মনসিংহে রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শরীফ হোসেন (২৬), মো. নাঈম আহম্মেদ (২২), মো. ইয়াসিন (২৪), মো. রাজন (২২), মো. হাসান (২১), মামুন মিয়া (২২) এবং ইদ্রিস আলী (৫০)। তাঁরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ২৯ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইহাট বাজার থেকে রাজীব পরিবহণের একটি ট্রাকে ১৫ টন রড নিয়ে চালক জুয়েল মিয়া ও তাঁর সহকারী আলম মিয়া শেরপুর জেলার উদ্দেশে রওনা দেন। পরের দিন ভোরে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় ট্রাকটি পৌঁছালে একটি খালি ট্রাক সড়কে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় খালি ট্রাক থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে রডবোঝাই ট্রাকের চালক জুয়েলকে কুপিয়ে জখম এবং সহকারীকে ট্রাক থেকে ফেলে দেন। পরে তাঁরা রডবোঝাই ট্রাকটি নিয়ে চলে যান। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া ট্রাকটি ভালুকা উপজেলার ধীতপুর বাওয়ারগ্রাম থেকে উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় রাজীব পরিবহণের ম্যানেজার মো. লুৎফর রহমান ত্রিশাল থানায় অভিযোগ করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মামলাটি রুজু হওয়ার পর পুলিশের পাশাপাশি ডিবি ছায়া তদন্ত শুরু করে। পরে ডিবি পরপর দুদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির পণ্য কেনায় জড়িত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান শামীম হোসেন।