ভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির মামলায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ৩

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সায়েন্স প্রিপারেটরি (পিএসপি) হাই স্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে এক অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ হাসান সেলিম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার করা শিক্ষকরা হলেন, মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপু রায়হান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল প্রতিভা এসপি হাইস্কুলে ঢুকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জোরপূর্বক বের করে দেয় এবং স্কুলটি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় দখলকারীরা বিদ্যালয়ের অফিস কক্ষের ক্যাশবাক্স থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ উত্তোলন করা নগদ এক লাখ ৫০ হাজার ৭৫৫ টাকা নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান (নাঈম) মুঠোফোনে বলেন, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে আমার বিদ্যালয়টি দখলে নেওয়ার চেষ্টা করে। তারা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা হাতিয়ে নেয়। আমরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দিয়েছি।
এ বিষয় ভেদরগঞ্জ থানার ওসি বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছি। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক থানায় একটি মামলা করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।