বিএসবির বাশারকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

মানিলন্ডারিংয়ের মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দেন।
সিএমএম আদালতে আজ ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করে।
এর আগে, গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে বাশারকে গ্রেপ্তার করা হয়।
নথি থেকে জানা গেছে, আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন।
এই ঘটনায় গত ৪ মে সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।