গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ২০ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দুটি কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আজ বুধবার (৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাইজুদ্দিন মিয়ার ১৫টি ও রফিকুল ইসলামের পাঁচটি কক্ষ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তাইজুদ্দিন মিয়ার কলোনির রতন মিয়ার কক্ষে গ্যাস সিলিন্ডার লিকেজ থাকায় ইফতারি বানানোর সময় আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে রফিকুল ইসলামের কলোনিতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনই জানানো সম্ভব নয়।