চার দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দুবলার চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গতকাল বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়, ১৩ জন জেলেসহ ‘এম.ভি মা-বাবার দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার গত চারদিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।
সিয়াম-উল-হক আরও জানান, খবর পাওয়ার পর কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনে থাকা আউটপোস্ট দুবলা থেকে একটি উদ্ধারকারী দল অভিযান শুরু করেন। পরে ওই এলাকা থেকে বিকল ট্রলারটি ও ১৩ জন জেলেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেন তারা।
ট্রলারটি বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার জন্য ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করেছিল বলেও জানায় এই কোস্ট গার্ড কর্মকর্তা।