বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে বিলুপ্ত হওয়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এটি সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলনের তৃতীয় ধাপ।
হরতালের সমর্থনে সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নওয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।
এই হরতালে সড়ক-মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক ও আমদানি-রপ্তানি পণ্যবাহী পরিবহণ বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেল, রিকশা-ভ্যান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবার যানবাহন চলাচল করছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপারও খোলা রয়েছে। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মহম্মদ ইউনুস বলেন, চলমান হরতাল-অবরোধের মধ্যে যদি নির্বাচন কমিশন বিলুপ্ত আসনটি পুনর্বহাল না করে, তাহলে এ দাবিতে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।
শেখ মহম্মদ ইউনুস আরও জানান, আজ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) অর্ধবেলা হরতাল-অবরোধ পালিত হবে। এই দুই দিনের হরতালে সরকারি অফিস-আদালত অবরোধ করা হবে।
বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত কঠোর হরতাল-অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে।
সম্প্রতি ইসি বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্য থেকে একটি আসন বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই বাগেরহাটবাসী বিরোধিতা ও আপত্তি জানিয়ে আসছে এবং আসনটি পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।