চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে সাদিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী গার্মেন্টস কর্মী ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন মজুমদার জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।