বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

প্রতীকী ছবি
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শুক্রবার (৭ মার্চ) রাতে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এ বিষয় বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।