আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির মেয়র আতিকসহ ৯ জন

রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ও চার্জ গঠনের দিন ধার্য আছে।
আজ রোববার (৯ মার্চ) সকালে আতিকুল ইসলামসহ ৫ জনকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। এছাড়া সাবেক ওসি জাবেদ ইকবালসহ ৫ জনকে কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয়।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ ও নির্দেশ দাতা হিসাবে অভিযোগ আনা হয়েছে। যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের এ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
আতিকুল ইসলাম ছাড়া বাকিরা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।