মাগুরায় শিশু ধর্ষণ মামলায় চার আসামি রিমান্ডে

মাগুরা আদালত। ফাইল ছবি
মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের সাত দিন এবং বাকি তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নিরাপত্তার কারণে গতকাল রোববার (৯ মার্চ) দিনগত রাত ১২টার পর মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন আসামিদের উপস্থিতিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আসামি পক্ষে কোনো আইনজীবী অংশ নেয়নি।
এর আগে রোববার দিনভর ছাত্রদের আন্দোলনের মুখে আসামিদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। আদালত ঘেরাও থাকার কারণে আদালতের সকল কার্যক্রম বন্ধ ছিল। ফলে রোববার রিমান্ড আবেদন করা হলেও শুনানি সম্ভব হয়নি।
গত ৬ মার্চ আট বছরের এক শিশু মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাসায় বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয়। এ ঘটনার দুই দিন পর মাগুরা সদর থানায় মামলা হলে পুলিশ চার আসামিকে গ্রেফতার করে।