জি কে শামীম ও তার মায়ের সাফাই সাক্ষ্যগ্রহণ

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আক্তারের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
আজ সোমবার (১০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এদিন মামলায় আসামিদের সাফাই সাক্ষীর দিন ধার্য ছিল। এদিন দুজন আদালতে নির্দোষ মর্মে খালাস চান। তবে সাফাই সাক্ষ্য শেষ না হওয়ায় বিচারক আগামী ১৮ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।
গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত সে সময় রায় থেকে উত্তোলনপূর্বক মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য পুনরায় দিন নির্ধারণ করেন।
নথি থেকে জানা গেছে, গত ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।