যশোরের চৌগাছায় স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছায় দাম্পত্য কলহের জেরে বাঁশ দিয়ে পিটিয়ে রেকসোনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সিজার ওরফে রাকিবের বিরুদ্ধে। আজ সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিজারের সঙ্গে ১০-১২ বছর আগে উপজেলার পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রী নাজমার একটি ছেলে সন্তান হয়। কিন্তু দাম্পত্য কলহের জেরে ৭-৮ বছর সংসার করার পর নাজমা বাবার বাড়িতে চলে যায়। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। আজ সোমবার সকাল ৮টার দিকে প্রথম স্ত্রী ও সন্তান নিয়ে স্বামীর সঙ্গে রেকসোনার ঝগড়া হয়। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে রাকিব বাঁশ দিয়ে রেকসোনাকে মারধর করে। এসময় রেকসোনা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে আজ সকালে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।