সালমান এফ রহমানের ছেলের লন্ডনের বাড়ি জব্দের নির্দেশ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নামে লন্ডনে থাকা দুটি বাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন আদালতে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
এছাড়া বিচারক সালমান এফ রহমানের লন্ডনের বার্কলেজ ব্যাংকের দুই অ্যাকাউন্ট ও সংযুক্ত আরব আমিরাতে থাকা কোম্পানির শেয়ার ফ্রিজ করারও আদেশ দিয়েছেন। গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট এলাকায় এক অভিযানে পুলিশের একটি দল গ্রেপ্তার করে।