কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/kumillaa.jpg)
কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ। ছবি : বিজিবি
কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটির বেশি মূল্যমানের চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।
বিজিবির এই কর্মকর্তা জানান, জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইলফোন এবং ২৭০০টি মোবাইলফোনের ডিসপ্লে আটক করা হয়। যার মূল্য ১ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা। জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী আইনি প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা করা হবে।