দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যবদ্ধ মত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করিয়ে দিতে সহায়তা করব। সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
আজ সোমবার (১০ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা ও সংহতি জানিয়ে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে নাহিদ এসব কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশাল শামিয়ানার নিচে কার্পেট বিছিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে আমরা কারও ওপর নির্ভর করতে চাই না। আমরা রাজপথে নেমে সেটা নিজেরাই বাস্তবায়ন করতে চাই। আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলছি।
নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের মনে আকাঙ্ক্ষা কী সেটি আমাদের বুঝতে হবে। আহত ও নিহত পরিবারের সদস্যরা খুনি হাসিনার নামে মামলা করেছেন। যদি খুনি হাসিনার বিচার না করে আরেকটি সরকার চলে আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যে হবে না সেটার কী নিশ্চয়তা থাকবে? তাই এই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক দল ও সরকারকে পরিষ্কার করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা মনে করি, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিপক্ষে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতির আর কোনো জায়গা হবে না।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, আমাদের বলা হচ্ছে, আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যবদ্ধ মত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করিয়ে দিতে সহায়তা করব।