ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রেসক্লাবের সামনের মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: এনটিভি
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে সারা দেশের মতো ফরিদপুরেও মানববন্ধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জেবা তাহাসিন, তানিয়া আহমেদ, মো. আশিক, ফরিদপুরে ধর্ষণের শিকার হওয়া এক শিশুর মাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা অতি দ্রুত নিষ্পত্তিসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই’, ‘সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।