মাদক মামলায় খালাস পেলেন আলোচিত মডেল পিয়াসা

নানা সময়ে আলোচনায় উঠে আসা মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজ এই রায় ঘোষণা করেন। তবে এদিন মডেল পিয়াসা আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে বিচারক রায় দিয়েছেন।
আদালতসূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেওয়া হয়েছে।
২০২১ সালের ১ আগস্ট রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ পিয়াসাকে আটক করে ডিবি পুলিশ। পরের দিন গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার আট দিনের রিমান্ড দেন বিচারক। এরপরে তাকে কারাগারে পাঠান আদালত। মামলার পরে ওই বছরের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী।
ওই ঘটনার পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তার সাবেক পুত্রবধূ পিয়াসার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। পিয়াসাও সাবেক শ্বশুর দিলদার আহমেদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছিলেন।