মাদক মামলায় সম্রাটসহ দুজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

রাজধানীর রমনা থানায় দায়ের করা মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। বুধবার (৭ মে) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজ হাসান এ তথ্য জানিয়ে বলেন, বুধবার মামলার বাদী আব্দুল খালেকের সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেন আদালত। এছাড়া এ মামলায় সম্রাট ও আরমান পলাতক রয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে সম্রাটকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়।
মামলার পরে ২০১৯ সানের ৭ অক্টোবর বিকালে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলা করেন।