আদালতে সাংবাদিকদের ওপর সাময়িক বরখাস্ত পুলিশ সুপারের হামলা

নাটোরে স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হককে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ফজলুল হক নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল জজ মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন তিনি। পরে কোর্ট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত বছরের ২৮ অক্টোবর মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন, পরকীয়াসহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর পুলিশ সুপার ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে মযমনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়। বাদী পক্ষের আইনজীবী মুশফিক হাসান জানান পুলিশ সুপারের নির্যাতনে দুই মেয়ে নিয়ে মেহনাজ অসহায় জীবন যাপন করছেন। পুলিশ সুপার ফজলুল হকের বাড়ি নাটোর শহরের মোহনপুর এলাকায়। তার স্ত্রী মেহনাজের বাড়ি জেলাল লালপুরে। তিনি রাজশাহীতে বোনের বাসায় থাকেন।
এদিকে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার খবর ছড়িয়ে পড়লে সব গণমাধ্যম কর্মীরা কোর্ট পুলিশ ও কোর্ট হাজতের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে সেনা সদস্যরা গিয়ে তাদের পাহারায় এসপি ফজলুল হককে কোর্ট থেকে কারাগারে স্থানান্তর করে।