যুক্তরাষ্ট্র প্রবাসী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে ডাকাতি করতে এসে ডাকাতরা যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভুক্তভোগী গৃহবধূ পটুয়াখালী আদালতে ১২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
জানা গেছে, গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে কলাপাড়ার টিয়াখালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুই মাস আগে যুক্তরাষ্ট্র থেকে স্বামীর বাড়ি টিয়াখালীতে আসেন ওই নারী। গতকাল সোমবার রাতে খাবার খেয়ে স্বামীর সঙ্গে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের রুমে ঘুমিয়ে ছিল তার বড় বোন এবং ছোট দুই কন্যা সন্তান। রাতের আঁধারে বসতবাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। পরে শিশুসহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে আলাদা কক্ষে নিয়ে যায়। এরপর প্রবাসী গৃহবধূ ও তার স্বামীর হাত-পা মুখ বাঁধে ডাকাতরা। পরে ওই নারীকে তার স্বামীর সামনে ধর্ষণ করেন তারা। এরপর ঘরে থাকা ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ডাকাতি ও নারী, শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। পরে রাসেল ও ফরাজি নামে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
ওসি জানান, গতকালই পটুয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, আজ বিকেলে ভুক্তভোগী গৃহবধূ ১২২ ধারায় পটুয়াখালী আদালতে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।