কেরানীগঞ্জে ইফতার মাহফিলে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক

কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়ায় নূর শাহিদ কমপ্লেক্সে মেসার্স নূর এসএমআই এন্টারপ্রাইজের উদ্যোগে আজ বুধবার (১২ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম সাহিদ। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া, কেরানীগঞ্জ মসজিদ মার্কেটের সভাপতি হাজী সুলতান আহমদ, বিএনপিনেতা হাজী দেলোয়ার হোসেন মাসুমসহ ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে নূর এসএমআই এন্টারপ্রাইজের সব ডিস্ট্রিবিউটর ও দোকানদাররা উপস্থিত ছিলেন।