এনটিভি অনলাইনে খবর প্রকাশের পর এসিল্যান্ড পেল বিজয়নগরবাসী

এনটিভি অনলাইনে খবর প্রকাশের পর দীর্ঘদিন শূন্য থাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা যোগ দিচ্ছেন। এতে থমকে থাকা ভূমি সেবা কার্যক্রম সচল হওয়ার আশায় স্বস্তি ফিরেছে উপজেলার সাধারণ মানুষের।
জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে বিজয়নগরে পদটি শূন্য ছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা অতিরিক্ত দায়িত্বে ভূমি অফিসের কাজ দেখভাল করছিলেন। তবে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে নামজারি, খাজনা আদায়সহ নানা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ফলে ভোগান্তিতে পড়েন উপজেলার ১০ ইউনিয়নের সাধারণ মানুষ।
এনটিভি অনলাইনে গত ৯ আগস্ট ‘এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে বিজয়নগরবাসী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। অবশেষে গতকাল (১৭ আগস্ট) রোববার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আহমেদ হাসানের সই করা এক প্রজ্ঞাপনে মিস নাহিদ ফাতেমাকে বিজয়নগরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। তিনি এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা আশা করছেন, নতুন এসিল্যান্ড যোগদানের মাধ্যমে দীর্ঘদিনের দাপ্তরিক জটিলতা কেটে যাবে এবং ভূমি সেবা কার্যক্রমে গতি আসবে।