মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৪০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার বিকেল ৪টা থেকে দিনগত রাত সাড়ে ৩টা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশ জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় আটটি ককটেল, দুটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।