ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিগত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন আরেফিন সিদ্দিক।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরিন সিদ্দিক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে, সেসময় তার অবস্থা সংকটাপন্ন ছিল।
জানা গেছে, ৭৫ বছর বয়সী এই শিক্ষাবিদ বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার ক্রনিয়াল সার্জারি করা হলেও স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দেয়।
পরিবারের সদস্যরা আরও জানান, ওই দিন তিনি (আরেফিন সিদ্দিক) দুপুর সোয়া ২টার দিকে বুথে গিয়ে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে।
আরেফিন সিদ্দিক ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি, নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ ঘটে। উপাচার্য হিসেবে অবসরের পর তিনি পুনরায় অধ্যাপনায় ফিরে যান এবং ২০২০ সালের জুনে চূড়ান্তভাবে অবসর নেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।