সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে।
শনিবার (১৫ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা একথা বলেন।
কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ড. আ ফ ম খালিদ বলেন, এর মাধ্যমে আমাদের পারিবারিক জীবন ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমী ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন। তারা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।
ড. আ ফ ম খালিদ বলেন, বাংলাদেশে ৬৪ হাজার ইমাম আছেন যারা ইমাম একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। যারা সিরাতে রাসুল (সা:) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই।
ধর্ম উপদেষ্টা বলেন, সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে। যে সকল আলেম ওলামাদের বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছে, সৃজনশীলতা আছে, তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেয়া হচ্ছে।
সালিহা পাবলিকেশন্স এর সভাপতি মো: হুমায়ুন কবীর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালিহা পাবলিকেশন এর সিইও মুফতী মঈনুদ্দিন তৈয়বপুরী।
পরে উপদেষ্টা বিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসীর বাংলা অনুবাদ (চতুর্থ খণ্ড) ও নিজের লেখা ড. আ ফ ম খালিদ রচনা সমগ্র এর মোড়ক উন্মোচন করেন।