সাভারে ভুয়া মেজরসহ গ্রেপ্তার ২

সাভারে একেএম আমিনুর রহমান (৫৩) নামে সেনাবাহিনীর এক ভুয়া মেজর ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মটোরোলা ওয়াকিটকি ফোন, সেনাবাহিনীর ফোর স্টার ক্যাপ, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) লোগো বিশিষ্ট স্টিকার ও একটি কালো রঙয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জয়মন্ডপ এলাকার শেখ মজিবর রহমানের ছেলে একেএম আমিনুর রহমান ও সহযোগী প্রাইভেটকারচালক নুর মোহাম্মদ (৫০)।
আজ রোববার (১৬ মার্চ) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।
ওসি মো. জুয়েল মিঞা জানান, মার্জিনা ইয়াসমিন ডলি একটি বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালনা করেন। সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে একেএম আমিনুর রহমান তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। চাঁদা দাবি করেন ১০ লাখ টাকা। নানাভাবে তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদা আদায় করেন। অবশিষ্ট চাঁদার জন্য হয় ভয়ভীতি দেখালে ওই নারী এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মো. জুয়েল মিঞা আরও জানান, এ ঘটনায় ওই মেজর পরিচয় দানকারী ব্যক্তির ব্যাপারে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে প্রতারণার সত্যতা পাওয়া যায়। পরে অবশিষ্ট টাকা দেওয়ার জন্য ফাঁদ পেতে সহযোগী নুর মোহাম্মদসহ ভুয়া মেজর একেএম আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।