৯৯৯ নম্বরে তরুণীর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আজ রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন গদখালী এলাকার আব্দুল আল মামুন বাপ্পি, ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান।
আটকদের মধ্যে আব্দুল আল মামুন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ইয়াসিন আরাফাত দপ্তর সম্পাদক বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
স্থানীয়রা জানান, আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এক তরুণীকে (১৯) কৌশলে ফাঁদে ফেলে ওই চার তরুণ ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর ওই তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন এবং মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে চারজনকে আটক করেন। ধর্ষণের শিকার হওয়া তরুণীর বাড়ি মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে।
ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘আজ রোববার রাত ৯টার দিকে ঘটনাটি জানার পর বাপ্পি ও ইয়াসিন আরাফাতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।’ তদন্তে দোষী প্রমাণ হলে আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও করেছেন।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’