জুলাই গণঅভ্যুত্থান দিবসে জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা

ছেলে ও মেয়েদের পৃথক সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে জয়পুরহাটে উদ্যাপিত হলো ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থান দিবস’। ‘জুলাই জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ শুক্রবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
সাইক্লিং প্রতিযোগিতায় মেয়েদের রেস শুরু হয় কালেক্টরেট মাঠ থেকে ৫ কিলোমিটার দূরে ক্ষেতলালের বটতলী ব্রিজ পর্যন্ত। ছেলেদের রেসটি ছিল আরও দীর্ঘ- বটতলী ব্রিজ থেকে বাইপাস সড়ক হয়ে শহরের নতুন হাট, বাটার মোড় ঘুরে প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুনরায় কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে প্রথম হয়েছেন মন্ময়, দ্বিতীয় মীর শহীদ, তৃতীয় শাহরিয়ার রাকিব, চতুর্থ নূর হোসেন সাদাৎ এবং পঞ্চম রাহুল ইসলাম। মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন হৈমন্তী, দ্বিতীয় সীতা পাহান, তৃতীয় নাফিসা, চতুর্থ পূজা এবং পঞ্চম স্থান অর্জন করেছেন সাফিয়া।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন। পরে বিজয়ীদের হাতে প্রাইজ মানির অর্থ তুলে দেওয়া হবে।
ছেলে-মেয়ে উভয় বিভাগের বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার, চতুর্থ ৫ হাজার এবং পঞ্চম স্থান অধিকারীকে ৩ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ অনেকে।