সাটুরিয়ায় এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া থানা। ফাইল ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে রাইল্লা গ্রামে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত কিয়াজ উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয়দের ধারণা, অর্থের অভাবে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।