যশোরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বুধবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–গদখলী এলাকার নাজমা খাতুন (৫০), রত্না খাতুন (১২) ও বাবলু হোসেন (৫৫)। এ ঘটনায় আহতরা হলেন–হাসান ইকবাল (৩০) ও হালিমা খাতুন (২৮)। আহত একজনের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন।
ওসি বাবলু রহমান খান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাহতরা সবাই ওই ভ্যানের যাত্রী।