ভ্যানে রাস্তায় ঘুরে ঘুরে দিচ্ছে ইফতার, নিতে পারেন যে কেউ

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর শহরের নিম্ন আয়ের মানুষের জন্য ভ্যানে ঘুরে ঘুরে বিনামূল্যে ইফতারের প্যাকেট বিতরণ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।
নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ যাতে রোজা রেখে একটু ভালো ইফতার করতে পারেন, সেজন্যই এই উদ্যোগটি গ্রহণ করেছেন উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। এদিকে বিনামূল্যে সুস্বাদু ইফতার হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে উঠেছে তৃপ্তির হাসি। কেউ কেউ দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছেন আয়োজকদের জন্য। বিনামূল্যে ইফতার পেয়ে যেমন খুশি উপকারভোগীরা, তেমনি উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছে সংগঠনটির সদস্যরা।
রিকশাচালক জাকির বলেন, ‘এই গরমে রোজা রেখে সারা দিন ভ্যান চালিয়ে ক্লান্ত হয়ে বসেছিলাম। এরপর দেখি কিছু তারা খাবার দিচ্ছে, আমিও গিয়ে এক প্যাকেট নিয়ে আসছি। অনেকদিন পরে ভালো ইফতার খেতে পারব আজ।’

দিনমজুর রাকিব বলেন, ‘কাজ করে বাড়ি যাচ্ছিলাম, দেখি ইফতারের প্যাকেট দিচ্ছে ডেকে ডেকে। আমিও নিলাম একটা। অনেকগুলো খাবার দিয়েছে। হোটেলে ইফতার করতে গেলে কমপক্ষে এক-দেড়শ টাকা খরচ হতো। যাদের সহযোগিতায় ইফতার করতে পারছি, আল্লাহ তাদের কবুল করুক।’
সংগঠনের সদস্য মনসুর আলম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় আমরা ইফতার দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন করেছি। এই আয়োজন শুধু নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের জন্য। ২০০ জনের আয়োজন দিয়ে শুরু করেছি। আশা করছি, ভবিষ্যতে এ আয়োজন আরও বৃদ্ধি পাবে। আমরা বিডি ক্লিনিকের সদস্যরা সবসময় ভালো কাজে এগিয়ে আসি।’
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। তাদের এই আয়োজনে আমি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’