তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংগঠনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) রাজধানীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদ।
আবদুল বাতেন নকী'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক তিতুমীরিয়ান ও ঢাকা জিলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আ ফ ম আবদুল আলীম নকী, বিশিষ্ট শিল্পপতি ও জিয়া সাংস্কৃতিক জোটের উপদেষ্টা আবেদীন মোহাম্মদ আজিম উদ্দীন স্বপন, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ হানিফ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী, জিএস জামাল হোসেন খান রিপন, গুলশান থানা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম শ্যামল, আবদুল আওয়াল খান, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, জহির আলী,জাহাঙ্গীর আলম, মাসুদ রানা বিপ্লব ও তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনা ও দেশ মাতৃকার কল্যাণের জন্য মোনাজাত এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।