আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্বিবিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার (২১ মার্চ) এই বিক্ষোভ মিছিল করা হয়। এ বিষয়ে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) বিভিন্ন সংগঠনের সংগঠকরা।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়।
সেখান থেকে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠকরা।
এর আগে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। তাদের মিছিল থেকেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরাও।
শুক্রবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে ফটকের (ডেইরি গেইট) সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ক্যান্টনমেন্ট না রাজপথ, রাজপথ, রাজপথ; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশ সঞ্চালনা করেন জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে নাই। ৫ আগস্টের পর কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য আমাদের আবারও রাজপথে নামতে হবে এটা আমরা ভাবিনি। আমরা দেখেছি গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। এই বক্তব্যকে আমরা প্রত্যাখান করছি। সেইসঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, একই দাবিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম। এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়টির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার, নুরুল ইসলাম প্রমুখ।