ঈদ যাত্রায় নিরাপত্তা : লক্কর-ঝক্কর গাড়ি রোধে অভিযান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ করতে তৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক বিভাগ (মিরপুর) ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (২২ মার্চ) ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে বেশ কয়েকটি ওয়ার্কশপে এই অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে বিভিন্ন ত্রুটিবিচ্যুতি শনাক্ত করা হয় এবং তাদের সতর্ক করা হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।