শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

মাদারীপুরে আওয়ামী লীগপন্থিদের নিয়ে পৌর শ্রমিক দলের কমিটি গঠন করার অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি নিহত হয়েছেন।
গতকাল রোববার (২৩ মার্চ) রাত ১১টার দিকে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। সম্পূর্ণ আওয়ামীপন্থিদের নিয়ে এই কমিটি গড়া হয়েছে।’
হেমায়েত হোসেন আরও বলেন, ‘টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার জেরে রোববার রাত ৮টার দিকে বিসিকে শাকিল মুন্সি সভা করতে যান। তখন তার ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন। এতে শাকিল মুন্সি গুরুতর আহত হন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টায় মারা যান তিনি। এ ঘটনার পরে হাসপাতালে জড়ো হয়েছেন নিহতের স্বজন ও নেতাকর্মীরা। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর রহমান বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্য মোতায়েন রয়েছে।