৪২ ঘণ্টায় যমুনা সেতুতে ৪ কোটি টাকা টোল আদায়

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করেছেন মানুষ। ফলে উত্তরের জেলাগুলোর প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়ছে। যে কারণে যমুনা সেতুর ওপর দিয়ে বেড়েছে গাড়ি পারাপার। গত ৪২ ঘণ্টায় সেতুতে চার কোটি টাকা টোল আদায় হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজ সোমবার (২৪ মার্চ) এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়। এতে নগদ টোল আদায় হয় তিন কোটি ৮৯ লাখ পাঁচ হাজার ৫০ টাকা ও অনলাইনে ১৪ লাখ ৪০ হাজার টাকা।
আহসানুল কবির পাভেল জানান, ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে। গত ৪২ ঘণ্টায় ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে চার কোটি টাকারও বেশি।
যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আরও জানান, ঈদ এলে এ সেতু দিয়ে ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন পারাপার হয়। এত গাড়ির চাপ সামাল দিতে আট লেনের সড়ক দরকার। আগে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল করলেও এবার চার লেনে চলাচল করছে। সেতুতে চারটি মোটরসাইকেল বুথসহ ১৮টি বুথে টোল আদায় করা হবে।