চাঁদপুরে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসানাত ও খোরশেদ আলম ওই গ্রামের বকাউল বাড়ির কবির হোসেন বকাউলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প (শ্যালো মেশিন) দিয়ে ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় তাঁদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।