বান্দরবানে আগুনে পুড়ল সওজ কলোনি

বান্দরবানে ভয়াবহ আগুনে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী কলোনির আটটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি ঘরবাড়ি। আজ সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বান্দরবান ইসলামপুরের সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আধাপাকা ও বেড়া টিনের আটটি ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট এবং সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, কলোনির কর্মচারীরা ঘরের কোনো মালামাল বাঁচাতে পারেননি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র সব পুড়ে গেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনের সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারণা করা হচ্ছে। আগুনে ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়।